কুষ্টিয়ায় ডিজিটাল আইনে মামলায় শিক্ষকের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এক কলেজশিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2021, 07:07 AM
Updated : 11 March 2021, 07:07 AM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলাম বুধবার এই আদেশ দেন।

আসামির আইনজবীবী আব্দুল বারী বলেন, কুষ্টিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু গত বছর ১৪ ডিসেম্বর পাকসি রেলওয়ে ডিগ্রি কলেজের কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

“মামলায় তার বিরুদ্ধে ফেইসবুকে একটি পোস্টের কমেন্টে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।”

কুষ্টিয়া থানার ওই মামলায় শিক্ষক রাজিবুল আলম উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান। গত ১৮ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত নামঞ্জুর করে। পরে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিন মঞ্জুর করে। বুধবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আবার জামিন আবেদন করলে বিচারক তাও নামঞ্জুর করেন।

আসামির অপর আইনজীবী এনামুল হক বলেন, “রাজিবুল আলম তার নিজের আইডিতে কিছু লেখেননি। তিনি তার এক সহকর্মীর লেখায় কমেন্ট করেছেন। তার বিরুদ্ধে এই মামলা হতে পারে না বলে মনে করি।”