গাইবান্ধা হাসপাতালে চিকিৎসা বন্ধের ২য় দিন

চিকিৎসক ও নার্সকে `লাঞ্ছিত’ করার প্রতিবাদে গাইবান্ধা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে দ্বিতীয় দিন চিকিৎসা সেবা বন্ধ ছিল।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 01:13 PM
Updated : 11 Feb 2021, 01:13 PM

বৃহস্পতিবার বহির্বিভাগে আসা রোগীরা ফিরে গেছেন। তবে ভর্তি থাকা রোগীদের এবং জরুরি বিভাগে চিকিৎসা সেবা অব্যাহত আছে।

গত মঙ্গলবার [৯ ফেব্রুয়ারি] রাতে হাসপাতালে হাসিবুর রহমান নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর তার স্বজনরা ‘ভুল চিকিৎসায়’ মৃত্যুর অভিযোগ তুলে এক চিকিৎসক ও দুই নার্সকে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে বুধবার থেকে চিকিৎসক ও নার্সরা বহির্বিভাগে কর্মবিরতি পালন করছেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেহেদী ইকবাল বলেন, চিকিৎসক ও নার্সদের অনুরোধ করার পরও তারা বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। বিষয়টি দেখা হচ্ছে।

আন্দোলনকারী চিকিৎসক ও নার্সরা বলেন, হামলাকারীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।