রাঙামাটির অর্ধগলিত সেই নারীর লাশ শনাক্ত, ‘খুনি’ গ্রেপ্তার
রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2021 12:58 AM BdST Updated: 09 Jan 2021 12:58 AM BdST
রাঙামাটির কাউখালী উপজেলায় অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত সেই লাশের পরিচয় পাওয়া গেছে। তাকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Related Stories
নিহত রেহেনা পারভীন (৩৭) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর ঘটনা তদন্তে নেমে আবুল খায়ের (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তারা।
খায়ের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাথা এলাকার লুৎফর রহমানের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক।
তাকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি শহিদ বলেন, “রেহেনার সঙ্গে তার চার-পাঁচ বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। রেহেনার স্বামী বিদেশ থাকার সুযোগে তার বাসায় নিয়মিত যেতেন খায়ের। সম্প্রতি রেহেনার বাসায় অন্য পুরুষকে দেখতে পেয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন।
“গত ১ জানুয়ারি রেহেনাকে ফোন করে টাকা দেওয়ার কথা বলে ডেকে নেন খায়ের। তাকে ট্রাকে তুলে নেন রাঙামাটির পর্যটন রিসোর্টে যাওয়ার কথা বলে। পথে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে রাত সাড়ে ৯টায় ট্রাক থেকে নামিয়ে মাফলার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। লাশ ট্রাকে করে নিয়ে রাত সাড়ে ১০টায় ঘাগড়া সিটি হার্ট পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে ফেলে দেন।”
ওসি বলেন, নিহত পারভীনের ছেলে মাহমুদুল হাসান রাঙামাটি সদর হাসপাতাল মর্গে এসে লাশ শনাক্ত করেছেন। চট্টগ্রামের বায়েজিদ থানায় মামলা করেছেন মাহমুদুল। পুলিশ বৃহস্পতিবার রাতে খায়েরকে গ্রেপ্তার করে রাতেই বায়েজিদ থানায় হস্তান্তর করেছে।
-
চরের কুমড়ায় সুদিনের স্বপ্ন গাইবান্ধার কৃষকের
-
পিরোজপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
-
খুলনায় এক পাটকলের গুদামে অগ্নিকাণ্ড
-
বরগুনায় সাংবাদিকের উপর ‘মুখোশধারীদের’ হামলা
-
খুলনায় কৃষি ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
-
কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড
-
হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি কারাগারে, রায় ৪ ফেব্রুয়ারি
-
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি