গার্মেন্ট শ্রমিকদের বেতন বকেয়া, পরিচালক গ্রেপ্তার
সাভার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 10:16 AM BdST Updated: 29 Nov 2020 11:07 AM BdST
ঢাকার সাভারে শ্রমিকদের বেতন বকেয়া রেখে চম্পট দেওয়ার অভিযোগে এক পোশাক কারখানার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ঢাকার মিরপুরের রূপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিং-এর এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মরিয়ম হোসেন সাভারের বিরুলিয়ায় অবস্থিত ‘অমর ফ্যাশন লিমিটেড’ নামের কারখানাটির পরিচালক। তার স্বামী মোসাদ্দেক হোসেন এ কারখানার ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লার দেবীদ্বার থানার সম্পা নগর গ্রামে তার বাড়ি। তারা ইস্টার্ন হাউজিং ওই বাসায় বাস করেন।

গত ১০ নভেম্বর অমর ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের প্রতিনিধি শফিকুল ইসলাম এ মামলা করেন।
মামলার অভিযোগে রয়েছে, গত অগাস্ট মাস থেকে ৬৯ জন শ্রমিক অমর ফ্যাশন পোশাক কারখানায় কাজ শুরু করেন। তবে মাসের শেষে শ্রমিকরা বেতন চাইলে কারখানার কর্তৃপক্ষ মোসাদ্দেক ও মরিয়ম গড়িমসি করেন।
শ্রমিকদের দিয়ে অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত কাজ করিয়ে নেন আসামিরা।
২৬ অক্টোবর কারখানা থেকে শিপমেন্ট হওয়ার পর এই ৬৯ জন শ্রমিকের প্রায় ২১ লাখ টাকা মজুরি না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যান তারা।
ফোনে যোগাযোগ করলে মোসাদ্দেক শ্রমিকদের নানাভাবে হুমকি দেন।
-
বরগুনা পৌরসভা নির্বাচন: দু’দলের সংঘর্ষ, আহত ৬
-
অপহরণ ও হত্যা: টাঙ্গাইলে দু’জনের যাবজ্জীবন
-
কোভিড-১৯ টিকা: যশোরে থাকবে ‘২৭টি’ দল
-
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
-
কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা নিহত
-
হবিগঞ্জে ‘মুক্তিপণের জন্য অপহৃত’ স্কুল ছাত্র হত্যা, আটক ৩
-
সিলেটে যুক্তরাজ্য ফেরত ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত
-
মাইজদীতে ১৪৪ ধারা জারি
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং