মুরাদনগর সহিংসতায় আরেকটি মামলা

ফেইসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কুমিল্লার মুরাদনগরে বাড়িঘরে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 10:39 AM
Updated : 3 Nov 2020, 10:39 AM

বাঙ্গরা থানার ও‌সি কামরুজ্জামান তালুকদার জানান, কোরবানপুর গ্রামের বাসিন্দা ভারতী রানী বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাত পরিচয় একশ জনকে আসামি করা হয় বলে ওসি জানান।

গুজব ছড়ানোর পর গত শনিবার রাত থেকে কোরবানপুর গ্রামে একদল লোক বিক্ষোভে নামে, যা রোববারও চলতে থাকে। এরই মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এই ঘটনায় এটিসহ চারটি মামলা হয়েছে, যার মধ্যে তিনটি পুলিশ ও একটি ভারতী রানী করেছেন। এছাড়া ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক শংকর দেবনাথসহ দুইজনের বিরুদ্ধে আইসটি আইনেও একটি মামলা হয়েছে।

বাঙ্গরা থানার ও‌সি কামরুজ্জামান বলেন, ভারতী রানীর মামলায় আসামি অজ্ঞাত একশজন। ঘটনার ভিডিও দেখে শনাক্ত করে আসামিদের ধরা হবে।

ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের তিন মামলায় প্রায় ২৫০ জনের নাম উল্লেখসহ পাঁচ শতা‌ধিক অজ্ঞাতজন‌কে আসামি করা হয়েছে।

এই ঘটনায় জড়িত অভিযোগে সোমবার পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও খবর-