সিনহা হত্যা: পুলিশের এক কনস্টেবল ফের রিমান্ডে

সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমোদন দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 09:33 AM
Updated : 28 Oct 2020, 09:33 AM

বুধবার সকাল ১১টায় কক্সবাজার সদর-৪ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালত এ আদেশ দেয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের এএসপি খাইরুল ইসলাম।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান।

১৪ সেপ্টেম্বর টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার সিনহা হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ৩০ সেপ্টেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।

এএসপি খাইরুল বলেন, প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নিয়ে কনস্টেবল রুবেল শর্মার কাছ থেকে সিনহা হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনা সম্পর্কে জানতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

" বুধবার দ্বিতীয় দফায় আদালতে হাজির করে আট দিনের রিমান্ড আবেদন করা হলে পাঁচ দিনের মঞ্জুর করেছে। " 

পরবর্তীতে সুবিধাজনক সময়ে রুবেল শর্মাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

এ ঘটনায় ৫ অগাস্ট নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।  র‌্যাবকে মামলাটির তদন্তভার দেওয়া হয়।

 এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  তাদের মধ্যে ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।