কুড়িগ্রামে হত্যার দায়ে প্রাণদণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সালিশ বৈঠকে প্রতিপক্ষের এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 10:19 AM
Updated : 20 Oct 2020, 10:25 AM

মঙ্গলবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মাহালম মিয়া (৪৮) নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের বাসক শেখের ছেলে।

মাহালম জামিন পেয়ে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি রাতে কুটি বামনডাঙ্গা গ্রামে দুই পক্ষের পারিবারিক বিরোধ নিস্পতির জন্য কমিউনিটি পুলিশিং এর সহায়তায় স্থানীয়দের উপস্থিতিতে ওই গ্রামের শমসের আলীর বাড়িতে সালিশ বৈঠক চলছিল।

এ সময় মাহালম নিজের সঙ্গে রাখা দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামের মাথায় ও হাতে কুপিয়ে জখম করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর মারা যান।

পরে স্থানীয়রা ওই গ্রামের মনছের আলীর ছেলে আমিনারকে আটক করে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।