সাভারে ট্যানারিতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২১ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ করে ট্যানারি কারখানায় উৎপাদ ও বর্জ্য নদীতে ফেলার অভিযোগে সাভারে বিসিক শিল্প নগরী ট্যানারিতে অভিযান চালিয়ে আটটি কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 05:42 AM
Updated : 8 Oct 2020, 05:42 AM

পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার ট্যানারি শিল্প নগরীতে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, ট্যানারি শিল্প নগরীতে জরিমানা করা কারখানাগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে বিষাক্ত বর্জ্য পাশের ধলেশ্বরী নদীতে ফেলে পরিবেশ দূষণ করে কারখানায় লেদার উৎপাদন করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

“অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স কহিনূর ট্যানারি, ইউনিকর্ন লেদার  (মেসার্স ইন্টারন্যাশনল ট্যানারি), মেসার্স গুলশান ট্যানারি, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, ভেলেঙ অ্যাজেন্সিস লিমিটেড, মেসার্স কিড লেদার, মেসার্স সুপ্রিয়র লেদার এবং মেসার্স টিপারা ট্যানারিকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।”

এছাড়া কারখানাগুলোকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার নির্দেশ দিয়ে দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ট্যানারির সিইটিপির পানির নমুনাও সংরক্ষণ করে বলে জানান ফেরদৌসী।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাহেদা বেগমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।