শেরপুরে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শিশু গৃহকর্মীকে ধর্ষণে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2020, 02:45 PM
Updated : 7 Oct 2020, 02:45 PM

নালিতাবাড়ী  থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় বুধবার সকালে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার প্রধান আসামি হলেন- উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের  ঘাইলারা  গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন মণ্ডল। কাকরকান্দি ইউনিয়নে  প্রাণী সম্পদ বিভাগের একটি প্রকল্পে  লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার হিসেবে কর্মরত তিনি।

ওসি বছির মামলার নথির বরাতে বলেন, ১০ বছরের শিশুটি হারুনের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। তাকে এক মাস আগে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন হারুন। পরে শিশুটি কাজ বাদ দিয়ে বাড়ি ফিরে পরিবারকে জানায়। হারুন সালিশ-বৈঠকের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পুলিশ জানতে পারে। কিন্তু ওই শিশু ও তার পরিবারের সদস্যদের বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ অনুসন্ধানে নেমে বুধবার সকালে পাশের জেলা ময়মনসিংহের  হালুয়াঘাটের জুগলী ইউনিয়নে তাদের খোঁজ পায়।

তবে পরিবারের সদস্যরা সেখানে কেন গিয়েছিলেন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি বছির বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতলে পাঠনো হয়েছে। পুলিশ অভিযানে নেমে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি হারুনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।