শরীয়তপুর পৌর শহরে ট্রাক বন্ধে রাস্তার মাঝে খুঁটি

ট্রাক চললে ‘রাস্তা ক্ষতিগ্রস্ত হবে’ বলে রাস্তার মাঝে খুঁটি পুঁতে দিয়েছে শরীয়তপুর পৌর কর্তৃপক্ষ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 08:00 AM
Updated : 2 Sept 2020, 08:00 AM

পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, “পৌর এলাকার রাস্তায় টেম্পো-ট্রলির মতো হালকা যান চলাচল করে। ট্রাকসহ ভারী যান চলাচল করলে রাস্তা নষ্ট হবে। এ কারণে কাউন্সিলরদের নিয়ে সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জনসাধারণের চলাচল বা ছোট যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।”

তবে খুঁটি পোঁতার কারণে অনেকে ভোগান্তির অভিযোগ তুলেছেন।

তাদের সুবিধার জন্য খুঁটিগুলো সরিয়ে সুবিধাজনক জায়গায় পোঁতা হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবির পর খুঁটিগুলো স্থানান্তর করে দেওয়া হয়েছে।  এখন আর কারও কোনো সমস্যা হবে না।”