কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ ভূঁইয়া (৭৩) মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 10:24 AM
Updated : 22 July 2020, 11:53 AM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ মারা যান বলে তার বড়ভাই কিশোরগঞ্জ শহরের ইটনা সমিতি সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মালেক ভুঁইয়া জানান।

বুধবার বাদ জোহর কিশোরগঞ্জ জেলা শহরে শহীদী জামে মসজিদে নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুর রউফের বড় ছেলে বড়িবাড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশারফ হোসেন ভুঁইয়া বলেন, তার বাবার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর ২০ জুলাই তার কোভিড-১৯ পজেটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে ঢাকায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

আব্দুর রউফ মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন বলে তার পরিবাবের সদস্যরা জানান।