পাবনায় নিখোঁজের ৪ দিন পর মিলল লাশ

পাবনায় নিখোঁজের চার দিন পর নদীতে মিলেছে এক ব্যক্তির মৃতদেহ; যিনি প্রবাস জীবন শেষে দেশে ফিরে খামার গড়ে কৃষিকাজ করছিলেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 01:23 PM
Updated : 21 July 2020, 01:23 PM

মঙ্গলবার বিকালে পাবনার আটঘরিয়ার উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি ইছামতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল খালেক খাঁন (৪৬) সদর উপজেলার বরামপুর হাজিরহাটের শামসুদ্দিন খাঁর ছেলে। দীর্ঘ দিন কুয়েতে  থাকার পর সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন তিনি।

আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, চৌকিবাড়ি গ্রামের এলাকাবাসী ইছামতি নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করে।

“পরে নিহতের ভাই খলিলুর রহমান ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন।” 

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর নদীতে রাশ ফেলে রেখে যায়।

এদিকে, নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধানে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলোনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ জুলাই বিকালে নিখোঁজ খালেকের সাবেক স্ত্রী উম্মে কুলসুম বীনার মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় তিনি বর্তমান স্ত্রীকে বলে যান ‘প্রাক্তন স্ত্রীর কাছে থাকা তার ছোট সন্তানকে আনতে যাচ্ছেন।’ খালেক বাড়ি না ফেরায় ১৮ জুলাই পাবনা সদর থানায় জিডি করা হয়।

নিখোঁজের পাঁচ দিন পার হলেও খালেক খবর না পাওয়ায় এ সংবাদ সম্মেলন করা হয়।