মুন্সীগঞ্জে বাল্কহেড ডুডে একজন নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে একটি বালিবোঝাই বাল্কহেড ডুবে একজন নিখোঁজ হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2020, 08:23 AM
Updated : 20 July 2020, 08:23 AM

গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, ইসমানিচর এলাকায় স্রোতের তোড়ে সোমবার সকালে  বাল্কহেড ডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ জানে আলম (৫০) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জের বাসিন্দা। বাল্কহেডে শ্রমিকের কাজ করতেন তিনি।

বাল্কহেডটির মালিক দুখু মিয়া জানান, সোমবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ থেকে বাল্কহেডে বালি বোঝাই করে তারা তিনি নিজে ও চার শ্রমিক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় তিনিসহ চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও জানে আলম নিখোঁজ হন।

এই চারজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় বলে তিনি জানান।

ওসি ইকবাল বলেন, নিখোঁজ জানে আলমের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।