চাঁপাইনবাবগঞ্জে ‘ভূমি থেকে উচ্ছেদ চেষ্টা’র প্রতিবাদে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠী রাজোয়ার জনগোষ্ঠীর ওপর জুলুম, নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 12:57 PM
Updated : 18 July 2020, 12:57 PM

শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া গ্রামে এ সমাবেশ হয়।

এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কয়েকজন ভূমি দস্যু টংপাড়া গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠী রাজোয়ারদের জমি দখলের চেষ্টা করে আসছে। গত সাত বছর ধরে তাদের বসতভিটা দখলের চেষ্টা এবং বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছে।

এ জমিতে যুগ যুগ ধরে তারা বাস করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, সেই জমি দখলের জন্য নানাভাবে তাদের নির্যাতন করা হচ্ছে। সম্প্রতি নিমচাঁদ রাজোয়ারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। গত ২৫ জুন আদিবাসী নেতা বিশ্বনাথ মাহাতো ও বঙ্গপাল সরদারকে রড দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।

এছাড়া গত ১৬ জুলাই করুনা, কুটিলা, পলাশ ও চন্দন রাজোয়ারকে জীবনাশের হুমকি দেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সমাবেশে নেতারা টংপাড়া গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠী রাজোয়ার সম্প্রদায়ের নিরাপত্তা দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমু, আদিবাসী মুক্তি মোর্চার সভাতি বিশ্ববনাথ মাহাতো, করুনা রাজোয়োর, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।