আশুলিয়ায় বিস্ফোরণে তিন মৃত্যু: ৭ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার আশুলিয়ায় রান্নাঘরে ‘গ্যাসপাইপ থেকে বিস্ফোরণ’ ঘটে দগ্ধ হয়ে শিশুসন্তানসহ দম্পতির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 12:29 PM
Updated : 9 July 2020, 12:29 PM

আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম জানান, নিহত আবুল কাশেরে মামা আব্দুল আজিজ বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন।

শনিবার আশুলিয়ার দুর্গাপুর পূর্বচালা এলাকায় মো. শামসুদ্দিনের দোতালা বাড়ির নিচতালায় রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন মারা যান।

ঘটনাটি শনিবারের হলেও পুলিশ জানতে পারে বুধবার।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামিউল বলেন, মামলায় বাড়ির মালিক মো. শামসুদ্দিন, তদারককারী মো. জহিদুল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি কুসুম মোল্লা, তার ভাই হুমায়ুন মোল্লা, স্থানীয় জাকির মিয়া, সফু ও আলমগীরকে আসামি করা হয়েছে।

তবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। ‘গ্যাসপাইপ থেকে বিস্ফোরণ’ঘটেছে বলে পুলিশ তাদের ধারণার কথা জানালেও বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের গ্রেপ্তারের পর প্রকৃত ঘটনা জানা যাবে।