কোভিড-১৯: বাগেরহাটে ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন আক্রান্ত

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 11:18 AM
Updated : 29 June 2020, 11:30 AM

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত দাস সোমবার এতথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৫ জুন সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়।

“সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।”

বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে মনির হোসেন বাগেরহাটের মানুষকে সচেতন করা, কৃষকের মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দেওয়াসহ নানা সেবামূলক কাজ করতে মাঠে ছিলেন।

“সোমবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসায় তাকে বাড়িতে অবরুদ্ধ করা হয়। তবে তার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। আগামী ১৪ দিন তিনি হোম কোয়ারেন্টিনে থাকবেন।”

এ নিয়ে বাগেরহাট জেলায় শিশু ও নারীসহ মোট ১৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হল; এরমধ্যে ৭১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন জানান।