লোহাগড়ার সাবেক চেয়ারম্যান লিটু হত্যা মামলায় গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 06:32 PM
Updated : 28 June 2020, 06:32 PM

রোববার বিকালে এক হত্যা মামলায় লিটুকে নড়াইল পৌর শহরের মহিষখোলার তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি পুলিশ নড়াইলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ২০১৯ সালের ২৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াগ্রামে সংঘর্ষে কুয়েত প্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

নিহত মিজানুর রহমান নওয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাবী শাকিলা বেগম বাদী হয়ে গত ২০১৯ সালের ৩০ এপ্রিল লোহাগড়া থানায় সৈয়দ ফয়জুল আমির লিটুসহ ৪৯জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বাদী আবেদনের প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে তদন্তাধীন আছে।

প্রত্যুষ বলেন, “গ্রেপ্তারকৃত আসামি সৈয়দ ফয়জুল আমীর লিটুর বিরুদ্ধে মিজান হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।”

নড়াইল পৌর এলাকার তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।