পটুয়াখালীতে করোনাভাইরাস আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু

পটুয়াখালীর দুমকি উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2020, 06:54 AM
Updated : 13 June 2020, 06:54 AM

মো. ইউনুস হাওলাদার (৬৫)  নামে এই মুক্তিযোদ্ধা শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শাহিদুল হাসান শাহীন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা ইউনূস হাওলাদার জ্বর-কাশি নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে আসলে তাকে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

পটুয়াখালীতে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস পরীক্ষায় একজন চিকিৎসকসহ ৩০ জনের পজিটিভ এসেছে বলে জেলার  সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানিয়েছেন।

তিনি বলেন, এই নিয়ে জেলায় মোট ১৫৩ জনেরর এ রোগ শনাক্ত হল। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন ১০ জন।