কোভিড-১৯: ফরিদপুরে তিনজনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে; এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 11:05 AM
Updated : 12 June 2020, 11:05 AM

বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার ভোরের মধ্যে তারা মারা যান বলে ভাঙ্গা উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন উদ্দিন ফকির জানিয়েছেন।

আক্রান্ত হওয়ার পর মারা গেছেন উপজেলার মানিকদহ ইউনিয়নের ৬৫ বছরের এক নারী, নূরুল্লগঞ্জের ২৫ বছরের এক তরুণ ও হামেরদী এলাকার ৭০ বছরের এক বৃদ্ধ।

আর উপসর্গ নিয়ে মারা গেছেন একটি ওষুধ কোম্পানির ভাঙ্গা উপজেলার একজন প্রতিনিধি, যার বয়স ৩২ বছর।

মহসিন বলেন, তাদের মধ্যে হামেরদী এলাকার বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অন্যরা সবাই তাদের বাড়িতে মারা গেছেন।  স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তা চারজনের দাফন হয়েছে।

শুক্রবার পর্যন্ত এ উপজেলায় মোট ১৮৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েয়েছে; যাদের মধ্যে মারা গেছেন ছয়জন আর ছয়জন সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা মহসিন।