গাজীপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক নারী গ্রেপ্তার

গাজীপুরে মোটরসাইকেল চুরিতে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ; যিনি নিজেকে যুব মহিলা লীগের এক নেত্রী বলে দাবি করে আসছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 04:21 PM
Updated : 2 June 2020, 04:21 PM

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নাসিমা আক্তার নাসরিন গাজীপুরের টঙ্গীতে বসবাস করেন।

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি জানিয়েছেন, গ্রেপ্তার নাসিমা নিজেকে মহিলা যুবলীগের নেত্রী দাবি করলেও দলে তার কোনো পদ পদবী নেই।

১২ মার্চ স্থানীয় সোহাগ মিয়া টঙ্গী থানায় বাদী হয়ে এ মামলা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “চুরি ও হামলার মামলায় গ্রেপ্তার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে “

টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদ জানান, গত ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছেন বলে জানান তিনি।