ব্রাহ্মণবাড়িয়ায় ওএমএস তালিকায় ‘স্বজন’, কাউন্সিলর বহিষ্কার 

ব্রাহ্মণবাড়িয়ায় ওএমএস-এর ভোক্তা তালিকায় অনিয়মের অভিযোগে পৌরসভার এক কাউন্সিলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 02:59 PM
Updated : 31 May 2020, 03:30 PM

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বরখাস্ত রফিকুল ইসলাম নেহার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, কাউন্সিলর নেহারের ১৬ জন স্বজনকে ওএমএসের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ধুত পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, নিন্মআয়ের মানুষের মাঝে বিশেষ ওএমএসের কার্যক্রমের আওতায় দশ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক দশ কেজি করে চাল বিতরণের জন্যে অনিয়ম করে সচ্ছল ব্যক্তির নাম ভোক্ত তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ প্রমাণ হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।