বরগুনায় কিশোর হৃদয় হত্যায় মামলা, আসামি ২০

বরগুনায় কিশোর হৃদয় হত্যাকাণ্ডে মামলা হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 02:25 PM
Updated : 27 May 2020, 02:25 PM

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন জানান, মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি করেন হৃদয়ের মা মোসা. ফিরোজা বেগম।

মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৪/১৫ জনকে আসামি করা হয় বলে শাহজাহান জানান।

এ ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া পায়রা নদীর পাড়ে বেড়াতে গেলে হৃদয়কে স্থানীয় কয়েকজন ‘বখাটে’ ছেলে পিটিয়ে আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়।

মঙ্গলবার রাতে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাহজাহান হোসেন বলেন, নিহত হৃদয়ের ওপর হামলার ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

“মামলা দায়ের করার আগে সন্দেহভাজন হিসেবে যাদের ধরেঠি তাদের নাম মামলায় উল্লেখ থাকায় তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”

গ্রেপ্তাররা হলেন নোমান কাজি (১৮), হেলাল মৃধা (২৬), সাগর গাজি (১৬), ইমন হাওলাদার (১৮), রানা আকন (১৬), সফিকুল ইসলাম ঘরামি (১৫) ও হেলাল ফকির (২১)।