ঈদের দিনে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জে ঈদের দিনে চিকিৎসকসহ আরও ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 01:21 PM
Updated : 25 May 2020, 01:21 PM

মুন্সীগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, এই ১৬ জনসহ জেলায় করোনাভাইরাস শনাক্ত হলো ৫৭১ জনের। এর মধ্যে মারা গেছেন ১৮ জন, সুস্থ হয়েছেন ১৬৩ জন।

তিনি জানান, শনিবার ও রোববার পাঠানো ৫১টি নমুনার রিপোর্ট আসে সোমবার। নতুন পজিটিভ আসা ১৬ জনের মধ্যে সদর উপজেলায় নয় জন। বাকি ছয় জনের মধ্যে টঙ্গীবাড়িতে তিন জন, সিরাজদিখানে তিন জন এবং গজারিয়া উপজেলায় এক জন।

সোমবার শ্রীনগর ও লৌহজং উপজেলায় কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি বল সিভিল সার্জন জানান। 

তিনি জানান, ৩৫১১টি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েচে; যার মধ্যে ৩২০২টি নমুনার রিপোর্ট এসেছে। ঈদের দিন সোমবার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।