যশোরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়ের মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে যশোরের চৌগাছা উপজেলায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে। 

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 06:03 AM
Updated : 21 May 2020, 06:03 AM

উপজেলার চাঁদপাড়া ইউনিয়ন পরিষদের চাঁদপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমান জানান।   

মৃতরা হলেন- খ্যান্ত বেগম (৪৫) ও মেয়ে রাবেয়া (১৩)।

এ ঘটনায় খ্যান্ত বেগমের ছেলে আলামিন (২২) আহত হলে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১১ জন
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যারা ঝড়ে গাছ চাপা পড়ে অথবা দেওয়াল চাপায় আহত হয়েছেন বলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান। 

যশোর বিমান বন্দর নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে আম্পানের প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়। রাত ১০টা থেকে ঝড়ের  তীব্রতা বাড়তে থাকে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০৪ কিলোমিটার।রাত ১২টায় ঝড়ের তীব্রতা বেড়ে হয় ১৩৫ কিলোমিটার । ঝড়ের গতিবেগ কিছুটা স্থিমিত হয় রাত পৌনে ২ টায়। বৃহস্পতিবার সকালেও ঝড়ো হাওয়ার সঙ্গে মৃদু বৃষ্টি রয়েছে।

এদিকে ঝড়ের আগে কৃষকরা ধান ঘরে তুলতে পারলেও সবজি ও আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান।

জেলায় সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ঝড়ে ঘর-বাড়ি গাছ ভেঙে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সমগ্র জেলার ক্ষয়ক্ষতির হিসাব এখনও জানা যায়নি।কাজ চলছে।