করোনাভাইরাসে আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুমিল্লার বাড়িতে গিয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদককুমিল্লা প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 10:21 AM
Updated : 18 May 2020, 10:21 AM

মাহাবুব এলাহী নামের ৪১ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের (লোকাল অফিস) সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।

সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) জাকির হোসেন খান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহ খানেক আগে জ্বর-শর্দি কাশি হলে মাহাবুব এলাহী ছুটি নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়িতে চলে যান।

“রোববার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মারা যাওয়ার চার ঘণ্টা আগে উনি ফেইসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, ঢাকা থেকে ফেরার পর কুমিল্লা শহরের পুরাতন মৌলভীপাড়া এলাকায় দিঘীর উত্তর পাড়ে নিজের বাড়িতেই ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা মাহাবুব।

“শনিবার কুমিল্লা সদর হাসপাতালে তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার রাতে তিনি নিজের বাড়িতে মারা যাওয়ার পর আজ তার ফলাফল আমরা পেয়েছি। তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।”

এর আগে গত ২৬ এপ্রিল বেসরকারি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের এফভিপি মুজতবা শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ১৫ মে মারা যান রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের রিসার্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শহিদুল ইসলাম খান।

স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত দেশে ২৩ হাজার ৮৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্তের তথ্য দিয়েছে, তাদের মধ্যে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লায় আরও ২৫ রোগী শনাক্ত

কুমিল্লায় গত এক দিনে আরও ২৫ জন রোগীর দেহে সংক্রমণ ধরা পড়ায় জেলায় কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০৭ জন।

সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, নতুন রোগীদের মধ্যে ২ জন আদর্শ সদর, ২ জন চান্দিনা, ১ জন সদর দক্ষিণ, ৩ জন দাউদকান্দি, ৭ জন লাকসাম, ৪ জন নাঙ্গলকোট, ১ জন বুড়িচং উপজেলার। এছাড়া একজন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার এবং চারজন কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

কুমিল্লায় এ পর্যন্ত মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন; সুস্থ হয়েছেন ৫৩ জন।

আরও পড়ুন