মাগুরায় ঝড়ে ‘শতাধিক’ বাড়িঘর বিধস্ত, ক্ষতিগ্রস্ত ফল-ফসল

মাগুরায় কালবৈশাখী ঝড়ে ‘চার গ্রামের শতাধিক’ বাড়িঘর বিধস্ত হয়েছে; ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল, গাছপালা ও মৌসুমি ফলমূল।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 08:31 AM
Updated : 9 May 2020, 08:55 AM

সদর উপজেলার জগদল ইউনিয়নের এসব গ্রামে শনিবার ভোরে এই ঝড় আঘাত হানে; যখন সবাই ঘুমিয়ে ছিলেন।

জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “শনিবার ভোরে হঠাৎ ঝড়ে আজমপুর, দমদমা, সৈয়দ রুপাটি ও জগদল গ্রামের কাঁচা ও আধাপাকা শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতি হয়েছে আজমপুর  গ্রামে। এ গ্রামের প্রায় অর্ধশত ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে। অধিকাংশ ঘরের টিন ঝড়ে উড়ে গেছে। অনেকের ঘরের ওপর বড় বড় গাছপালা ভেঙে পড়েছে।”

ঝড়ে ক্ষতিগ্রস্ত এ গ্রামের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে বাস করছেন জানিয়ে তিনি বলেন, শুধু বাড়িঘর নয়, মাঠে থাকা বোরো ধান, আম ও লিচুর ব্যাপক  ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, ভোরে ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই কালবৈশাখি ঝড়ে তাদের ঘরের চাল উড়ে গেছে। কারও ঘরের ওপর গাছ উপড়ে পড়েছে। জীবনে তারা এমন ঝড় কখনো দেখেননি। ঝড়ে বাড়িঘর, গাছপালা ও মাঠে থাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় তারা এখন পথে বসেছেন।

ক্ষতিগ্রস্থ এসব পরিবার পুনর্বাসনের জন্য দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন।