ঝিনাইদহে ‘লাঠির আঘাতে’ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ‘জমির বিরোধের জেরে লাঠির আঘাতে’ এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 06:37 AM
Updated : 29 April 2020, 06:37 AM
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বুধবার  ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরাফাত রহমান (২১) উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

ওসি রহমান বলেন, “মঙ্গলবার বিকেলে আরাফাত ও তার বাবা শেখপাড়া গ্রামে বাড়ির পাশের জমিতে বেড়া দিতে যান। এ সময় পাশের জমির মালিকরা বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে  আরাফাতের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

“তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসাধীন অবস্থায়  বুধবার ভোরে তার মৃত্যু হয়।”

ঘটনা তদন্তের পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি বজলুর রহমান।