দরিদ্র শিশুদের জন্য দুধ বিলি করছেন ছাত্রলীগের সাবেক নেতা

গাজীপুরে করোনাভাইরাসের ‘লকডাউনের’ মধ্যে কর্মহীন নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে গরুর দুধ বিলি শুরু করছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 01:22 PM
Updated : 24 April 2020, 01:22 PM

শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেপারীচালা ও টেপিরবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ গরুর দুধ বিতরণ করেন স্থানীয় সমাজকর্মী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুলতান মো. সিলাজুল ইসলাম।

সুলতান মো. সিলাজুল ইসলাম বলেন, “গাজীপুরে লকডাউনে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ সময় তাদের খাদ্য সঙ্কট দূর করতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করলেও শিশুদের পুষ্টি সঙ্কট মোকাবেলায় ‘কেউ কোনো খাবার’ সরবরাহ করেননি।

“এমতাবস্থায় আমি শিশু ও তাদের মায়েদের পুষ্টির জন্য গরুর বিশুদ্ধ দুধ কিনে বিনামূল্যে সরবরাহ করছি।

“পুরো রমজান মাস উপজেলার বিভিন্ন এলাকায় শিশু ও মায়েদের তালিকা করে আমার অর্থে তাদের মাঝে এ দুধ সরবরাহ করা হবে।”

প্রথম দিন এলাকায় ৪০ লিটার দুধ সরবরাহ করেন জানিয়ে তিনি বলেন, দুধে অন্য খাদ্যের চেয়ে বেশি পুষ্টি উপাদান রয়েছে।

স্থানীয় গৃহবধু সালমা আক্তার জানান, তার স্বামী একজন দিনমজুর। প্রায় এক মাস ধরে তিনি কর্মহীন।

স্থানীয় এমপিসহ ও বিভিন্ন সংগঠন থেকে গত কয়েক দিনে চাল-ডাল-পেঁয়াজ-তেল পেয়েছেন বলে জানালেন।

সালমা বলেন, “আমাদের ছয় মাসের শিশুর খাদ্যের জন্য দুধের খুব অভাব চলছিল। অনেকের কাছে ধার-দেনা করে কয়েকদিন তার দুধের ব্যবস্থা করেছি।

“বিনামূল্যে এক লিটার দুধ পেয়ে এখন আমার বাচ্চাকে বেশ কয়েকদিন খাওয়াতে পারব।

“আমার সন্তানকে যিনি খাবার যুগিয়েছেন আল্লাহ যেন তাকে এবং তার সন্তানদের কোনো অভাবে না রাখেন।”