পঞ্চগড়ে জ্বর-গলাব্যথায় শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় এসএসসি পরীক্ষা দেওয়া এক তরুণের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 01:51 PM
Updated : 20 April 2020, 01:51 PM

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোববার রাতে গাইঘাটা গ্রামের ১৬ বছর বয়সী এই ছাত্রের মৃত্যু হয়।

ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ সদস্য অখিল চন্দ্র বর্মন জানান, কয়েকদিন ধরে ছেলেটি জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

“রোববার তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।”

তিনি জানান, তিন মাস আগে এই ছাত্রের বড় ভাই মালদ্বীপ থেকে বাড়িতে আসেন। আরেক ভাই গাড়ি চালক; তিনিও কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন।

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম রাজিউল করিম জানান, পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হবে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে। কেউ যাতে তাদের বাড়ি না যায় এবং তাদের বাড়ি থেকেও যাতে কেউ বের না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।