গাজীপুরে সহকারী কমিশনার কোভিড-১৯ আক্রান্ত

গাজীপুরে একটি রাজস্ব সার্কেলের এক সহকারী কমিশনারের (ভূমি) দেহে নতুন করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 10:17 AM
Updated : 20 April 2020, 10:17 AM

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, রোববার সকালে গাজীপুর থেকে ঢাকার আইইডিসিআরে পাঠানো ১৩৭টি নমুনায় ওই সহকারী কমিশনারসহ (এসি ল্যান্ড) ৯৭ জনের মধ্যে নতুন করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ হয়েছে।

তিনি জানান, এর আগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালের ১০ জন রোগী সংক্রমিত ছিল।

“তাই গাজীপুরে রোববার শনাক্ত মোট রোগীর সংখ্যা ১০৭। এ নিয়ে জেলায় মোট সংক্রমণের সংখ্যা হলো ২৭৯।”

সিভিল সার্জন বলেন, এসিল্যান্ডের নমুনার সঙ্গে তার স্ত্রী-সন্তানের নমুনাও ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার সকালে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে এসিল্যান্ডের সংক্রমণের ফল পাওয়া গেলেও তার স্ত্রী ও সন্তানের নমুনার পরীক্ষার ফল এখনও জানা যায়নি।