লকডাউনের মধ্যে ঢাকা থেকে সিলেটে গেল ট্রেন

লকডাউন চলাকালে রেলের স্টাফদের নিয়ে একটি ট্রেন ঢাকা থেকে সিলেটে এসেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 05:16 PM
Updated : 18 April 2020, 06:11 PM

শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে দুইটি বগির এ ট্রেন সিলেট পৌঁছায় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান।

গত ২৪ মার্চ করোনাভাইরাস মোকাবেলায় সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়।

পুরো সিলেট বিভাগও লকডাউন রয়েছে। এ অবস্থায় কীভাবে সিলেটে এ ট্রেন আসল এ নিয়ে প্রশ্ন উঠেছে। 

স্টেশন ম্যানেজার খলিলুর জানান, ট্রেনের স্টাফদের নগদ বেতন দেওয়া হয়। স্টাফদের নগদ বেতন নিয়ে একটি ইঞ্জিন ও দুইটি বগি নিয়ে একটি ট্রেন সিলেটে আসে।

তিনি বলেন, এতে কোনো যাত্রী ছিল না। শুধু ২০/২২ জন রেলের স্টাফ ছিল। তাদের মধ্যে ১২ জন দায়িত্ব পালন করতে গেছেন ভোলাগঞ্জ ও ছাতকে। আর বাকিরা সিলেট স্টেশনে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান বলেন, “প্রশাসনের সাথে কথা বলে জেনেছি, ট্রেনটি অনুমতি নিয়ে আসেনি।”

যারা এসেছে তালিকা করে তাদেরকে কোয়ারেন্টিনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।