বরিশালে চাল মজুদ করায় আ.লীগ নেতার ৬ মাসের দণ্ড

বরিশালে এক আওয়ামী লীগ নেতাকে ২৫৬ বস্তা চাল মজুদ করার অপরাধে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 11:17 AM
Updated : 17 April 2020, 11:17 AM
সাজাপ্রাপ্ত ইউসুফ আলী জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, বানারীপাড়া বন্দর এলাকার উত্তর দিকে ইউসুফ আলীর চালের আড়ত রয়েছে। ওই আড়তে বিক্রির জন্য তিনি প্রতিটি ৩০ কেজি ওজনের ২৫৬ বস্তা সরকারি চাল মজুদ করেছিলেন।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সব চাল জব্দ করে।

ইউএনও বলেন, “এই চাল কাবিখা প্রকল্পের। সলিয়াবাকপুর ইউনিয়নে একটি বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের জন্য বরাদ্দ ছিল। প্রকল্পের সভাপতি কুদ্দুস হাওলাদারের কাছ থেকে এই চাল তিনি কিনেছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করেছেন ইউসুফ আলী।”

অপরাধ স্বীকার করায় তাক ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ।