রাজশাহীতে একজন আক্রান্ত, ৪৩ বাড়ি অবরুদ্ধ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়ার পর ৪৩ বাড়িকে অবরুদ্ধ করেছে প্রশাসন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 09:56 AM
Updated : 13 April 2020, 10:01 AM

উপজেলার জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামের এই ব্যক্তিকে তার বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আকতার।

তিনি বলেন, রোববার বিকেলে তার পরীক্ষার ফল পান তারা। এর পরপরই তার নিজের বাড়ি ও তার শ্বশুরবাড়িসহ আশপাশের ৪৩টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। এসব পরিবারের সদস্যরা বাড়ির বাইরে যেতে পারবেন না বা ওই বাড়িগুলোয়ও কেউ ঢুকতে পারবেন না।

দুটি ওষুধের দোকান ও একটি ফিলিং স্টেশনের কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে আসা১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওই এলাকায় সার্বক্ষণিক নজর রাখতে রোববার সন্ধ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওলিউজ্জামান। সচেতনতা বাড়াতে এলাকার মসজিদগুলোয় মাইকে প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি জানান।