লক্ষ্মীপুরও অবরুদ্ধ ঘোষণা

নভেল করোনাভাইরাস রোধে নারায়নগঞ্জসহ বেশ কয়েকটি জেলার পর লক্ষ্মীপুরেও ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 09:09 AM
Updated : 12 April 2020, 09:09 AM
রোববার দুপুর ২টায় দিকে জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩ এপ্রিল সকাল ৬টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে।

এ লকডাউন অর্নিদিষ্ট সময়ের জন্য ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল।

লকডাউন চলাকালে লক্ষ্মীপুর জেলার ভেতর এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতেও পারবে না কেউ। জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

শনিবার চট্রগ্রামরে বিআইটিাআইডি-তে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

রোববার পর্যন্ত সরকারি হিসেবে দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২১ এ দাঁড়িয়েছে। একদিনে চারজন বেড়ে মৃতের সংখ্যা হয়েছে ৩৪ জন এবং ৩৯ জন এ রোগ থেকে সেরে উঠেছেন।

মানুষজনকে ঘরে রাখার জন্য কাজ করবে যৌথবাহিনী।