ভারত থেকে আরও ৪৪ জন দেশে ফিরেছেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে আটকা পড়া আরও ৪৪ জন দেশে ফিরেছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 04:25 PM
Updated : 6 April 2020, 04:25 PM

সোমবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা ফিরেছেন বলে ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানিয়েছেন।

এর আগে গত ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল দুপুর পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে আটকে থাকা ২২৩ বাংলাদেশি দেশে ফেরেন।

এবার ভারত ফেরতদের হাতে কোয়ারেন্টিন সিল মারার পর তাদের বাড়ি না পাঠিয়ে বেনাপোল বাসস্ট্যান্ডের কমিউনিটি সেন্টার 'পৌর বিয়ে বাড়িতে' ১৪ দিনের 'প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে' রাখা হয়েছে।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, সোমবার ভারত থেকে ফেরা ৪৪ বাংলাদেশির শরীরের তাপমাত্রা স্বাভাবিক।  তবে তাদেরকে বাসায় না পাঠিয়ে 'প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে' পাঠানো হয়েছে। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, ভারত ফেরত ৪৪ জনের মধ্যে ৪০ জনকে বেনাপোলের কমিউনিটি সেন্টার 'পৌর বিয়ে বাড়িতে', দুইজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও দুইজনকে যশোর সদর হাসপাতালে ১৪ দিনের 'প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে' রাখা হয়েছে। 

পুলক কুমার মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বেনাপোলের কমিউনিটি সেন্টার 'পৌর বিয়ে বাড়িকে' ভারত ফেরতদের ১৪ দিনের 'প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে' রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে।