কাতারে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের দিলিপ দেব

মৌলভীবাজারের কাতার প্রবাসী ব্যবসায়ী দিলিপ কুমার দেব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 02:31 PM
Updated : 30 March 2020, 02:40 PM

মৃতের ছোট ছেলে হৃদয় দেব জানান, গত রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১১ মিনিটে তার বাবা মারা যান।

দিলিপ কুমার দেব মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের  ভৈরবগঞ্জ বাজারের মহাজনবাড়ির বাসিন্দা।

হৃদয় দেব জানান, গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা কাতারের এক হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার সাথে সাথে নিবিড় পরিচর্যায় নেওয়া হয় তাকে।

“হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে কাতারে মারা যান।”

কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল জানান, দিলিপ কুমার দেব ৩৫ বছর ধরে কাতারে বসবাস করতেন। কাতারে তার ব্যবসা ছিল। তার তিন ছেলে এক মেয়ে। এক ছেলে আমেরিকায়, এক ছেলে কানাডায় থাকেন। আর এক ছেলে ও মেয়ে বাংলাদেশে রয়েছেন।

“তিনি দেশে সামাজিক ও ধমীর্য় প্রতিষ্ঠানসহ গরিব মানুষের সহায়তা করতেন।

মৃতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তিনি জানান, তার লাশ বাংলাদেশে আনা হবে না। কাতার সরকারের ব্যবস্থাপনায় সৎকার করা হবে।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ।