ঢাকা থেকে পালিয়ে টাঙ্গাইলে, ৩ পরিবার লক ডাউনে

ঢাকার টোলারবাগ থেকে একটি পরিবার পালিয়ে টাঙ্গাইলে যাওয়ার পর তিন পরিবারকে লক ডাউন করেছে প্রশাসন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 11:08 AM
Updated : 26 March 2020, 11:42 AM

এছাড়া তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছেন বলে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার টোলারবাগে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে আসেন। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে তার শ্বশুর লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নেন। পাঁচ দিন ধরে তিনি ওই বাড়িতে রয়েছেন।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়।

ভূমি কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

তিন পরিবারে সদস্যসংখ্যা ১২ জন জানিয়ে তিনি বলেন, তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান লোক দিয়ে বাজার করে ওই পরিবারকে দেবেবেন বলেও জানান এই কর্মকর্তা।