ফতুল্লায় গার্মেন্টকর্মীর গায়ে ‘পেট্রোল ঢেলে আগুন’

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টকর্মীর গায়ে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক গাড়ি চালকের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 05:02 AM
Updated : 23 March 2020, 05:15 AM

মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার দাপা ইদ্রাকপুর পাইলট স্কুল এলাকায় রোববার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনায় দগ্ধ মাহিনুর বেগমকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাহিনুরের বাড়ি বরিশালে। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা পাইলট স্কুল এলাকায়  একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ‘মেরিনা গার্মেন্টে’ কাজ করেন। 

এলাকাবাসীর বরাতে ওসি বলেন, ওই এলাকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত গাড়ির চালক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাহিনুরকে উত্ত্যক্ত করে আসছিল। নুরুল বিভিন্ন সময় ওই নারীকে নানা কুপ্রস্তাবও দিতেন। কিন্তু এতে মাহিনুর রাজি হননি।

“এর জেরে রোববার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে মাহিনুরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় নুরুল। এ সময় মাহিনুরের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

ঘটনার পর থেকে নুরুল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।