সাতক্ষীরা জেলা প্রশাসনের চিঠিতে বঙ্গবন্ধু বানান ভুল

সাতক্ষীরায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের একটি চিঠিতে 'বঙ্গবন্ধু' বানান ভুল করে জেলা প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।  

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 03:00 PM
Updated : 11 March 2020, 03:00 PM

 গত সোমবার জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা এই চিঠি পাঠান।

তবে এটি নিতান্ত ‘করণিক মিসটেক’ বলে নিজের ভুল স্বীকার করেছেন ইন্দ্রজীত সাহা।

চিঠি পাওয়া কয়েকজনের মধ্যে জেলারেএক সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করেছেন।

চিঠিতে দেখা যায়, ১১ মার্চ বুধবার দুপুর ১২টায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। চিঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখার সময় চিঠির বিষয়সহ তিনটি স্থানে ‘বঙগবন্ধ’ শব্দটি লেখা হয়েছে।

এই চিঠিটি এক সংসদ সদস্য মঙ্গলবার তার ফেইসবুকে শেয়ার করেন।

এর কিছুক্ষণ পর তিনি আরেকটি চিঠি শেয়ার করেন।

ওই চিঠিতে লেখা হয়, আগের চিঠিতে যে পর্যালোচনা সভার কথা বলা হয়েছিল তার ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। যেখানেও বঙ্গবন্ধু বানান তিন জায়গায় ‘বঙগবন্ধ’ লেখা হয়েছে।

শেষের চিঠিতে সভা স্থগিত করার কথা বলা হলেও চিঠির শেষ অংশে লেখা হয়েছে, "বর্ণিত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।"

এদিকে চিঠি দুটির বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা বলেন, "অফিস সহকারী ভুল করে এমনটা করে ফেলেছেন যদিও আমার এটা দেখা উচিত ছিল। পরবর্তী চিঠিটিও আগের চিঠি থেকে কপি করতে গিয়ে ভুল করে ফেলেছেন। এটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত করণিকের মিসটেক।”