করোনাভাইস সন্দেহ: ইতালি ফেরত একজন চাঁদপুরের হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত একজনকে চাঁদপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 04:22 PM
Updated : 9 March 2020, 08:51 PM

সোমবার বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের একটি আলাদা ভবনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, সোমবার বিকালে ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

“তিনি গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরেন। শনিবার গ্রামের বাড়িতে আসার পর তার জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।”

বিষয়টি রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের স্যাম্পল সংগ্রহ করবেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

নুসরাত বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের পাশে আরেকটি ভবন প্রস্তুত রেখেছি। সেখানে আপাতত তিনটি বেড রয়েছে। প্রয়োজেন আরো বেড সংখ্যা বাড়ানো হবে।