‘ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়’, আটক ২

ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ফেনীতে দুইজনকে আটক করেছে পুলিশ। 

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 05:14 AM
Updated : 19 Feb 2020, 05:14 AM

সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এন এম নুরুজ্জামান জানান।

এরা হলেন- সদর উপজেলার লক্ষীয়ারা পাটোয়ারী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (২৮) একই এলাকার বগই ভূঞা বাড়ির আবুল হোসেনের ছেলে নূর নবী (২৭)।

ওসি বলেন, আটকরা মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মো. প্রান্ত ইসলাম (২৫) নামে এক যুবককে অপহরণ করে এবং হুমকি দিয়ে তার বন্ধুর কাছ থেকে বিকাশের মাধ্যমে আটহাজার মুক্তিপণ টাকা আদায় করে।

“পরে অপহৃত ছেলেটির পরিবার ঘটনাটি থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পুলিশ এ সময় প্রান্তকে এবং মুক্তিপণের জন্য আদায়কৃত টাকা উদ্ধার করে।”

ওসি বলেন, প্রান্ত ‘ডালি কনস্ট্রাকশন লিমেটেডের’ গ্রামীণ নেটওয়ার্ক টাওয়ারের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।