সিদ্ধিরগঞ্জে মোটর মেকানিককে ‘পিটিয়ে হত্যা’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মোটর মেকানিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2020, 07:01 AM
Updated : 15 Feb 2020, 07:03 AM

শুক্রবার রাত ৮টার দিকে শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান।

নিহত শুভ মিয়া (১৮) সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটে আব্দুর রবের ছেলে। তিনি ট্রাকের গ্যারেজে মোটর মেকানিকের কাজ করতেন। 

ওসি বলেন, রাতে কাঁচপুরে ট্রাকের গ্যারেজ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন শুভ। পথে শিমরাইল উত্তরপাড়া এলাকায় কয়েকজন রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে।

"এ সময় শুভর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মারধরকারীরা পালিয়ে যায়। শুভকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শিমরাইল সাজেদা হাসপাতালে নিয়ে যায়।”

সেখানে শুভর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে শুভকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহতের পরিবারের অভিযোগ, ‘মাদক ব্যবসায় বাধা’ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনি ও আনিসসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে শুভকে পিটিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি কামরুল ফারুক বলেন, “ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। একটি মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”