ফেনীতে মাছের ভাগ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পুকুরের মাছের ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 05:20 AM
Updated : 11 Feb 2020, 05:20 AM

সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান।

নিহত খুরশিদ আলমের (৬৫) বাড়ি ওই গ্রামে। তিনি ফেনীর একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তা প্রহরী ছিলেন।

প্রতিকী ছবি

নিহতের স্ত্রী ছবুরা খাতুন বলেন, গ্রামের একটি পুকুরের মাছ ধরার পর মালিকানা অনুযায়ী ভাগ বাটোয়ারা করা হয়। এ সময় খুরশিদ তার ভাগে মাছ কম পড়েছে বলে অভিযোগ তোলে । এ নিয়ে অপর মালিক গিয়াস উদ্দিনের সঙ্গে খুরশিদের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে গিয়াস ও তার লোকজন একটি লাঠি দিয়ে খুরশিদকে পেটাতে শুরু করে।

পরে আশেপাশের লোকজন গিয়ে খুরশিদকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে জানান ছবুরা। 

ওসি বলেন, ঘটনার পর থেকে গিয়াস আহমদ ও তার ছেলে মেজবাহ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।