বান্দরবানে ‘বড় রানি’ আনুচিং চৌধুরীর অন্ত্যেষ্টি সম্পন্ন

ধর্মীয় ও সামাজিক নানান আনুষ্ঠানিকতায় বান্দরবানে বোমাং রাজপরিবারে বড় রানি হিসেবে পরিচিত আনুচিং চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 01:40 PM
Updated : 4 Feb 2020, 03:36 PM

মঙ্গলবার দুপুরে উজানি পাড়ার রাজার মাঠে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠনসহ পাহাড়িরা।

গত ২৬ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ৯৩ বছরে ১৪তম প্রয়াত বোমাং সার্কেলপ্রধান রাজা মংশৈপ্রু চৌধুরী স্ত্রী আনুচিং চৌধুরী মারা যান।

রানির শ্রদ্ধায় মেয়েদের সইং নৃত্য

রানির শ্রদ্ধায় ছেলেদের সইং নৃত্য (ধর্মীয় আবহে ঐতিবাহী একটি নৃত্যের নাম)

ওই রাজপরিবারে সদস্য নুশৈপ্রু চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় রানির মরদেহ দুপুরে উজানি পাড়ার রাজার মাঠে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রানির শ্রদ্ধায় ঐতিহ্যবাহী সইং নৃত্য পরিবেশ করেন নারী-পুরুষের কয়েকটি দল।

এরপর বিকেল ৪টার দিকে শহরে মারমাদের কেন্দ্রীয় শশ্মানে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন বর্তমান ১৭তম বোমাং সার্কেল প্রধান রাজা উচপ্রু চৌধুরী, রাজপরিবারে জ্যেষ্ঠ সদস্য চহ্লাপ্রু জিমি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক মংনুচিং মারমা ও আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।

মৃত্যুর সময় এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।