নোয়াখালীতে দুই ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

নোয়াখালীতে অভিযান চালিয়ে দুই ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 05:31 PM
Updated : 29 Jan 2020, 05:31 PM

বুধবার রাতে নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় এ অভিযানের সময় ফেনসিডিল, মদ ও বিয়ার উদ্ধার করাও হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন চৌমুহনী পৌরসভার আলীপুরের শাহজাহানের ছেলে এবং মোয়াজ্জেম হোসেন ওয়াসিম কবিরহাট উপজেলার কালামিয়ার পুল এলাকার গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার জানান, বুধবার সন্ধ্যায় জেলা শহরের পুরতান কোর্ট বিল্ডিং এলাকার আইনজীবী সমিতির ক্যান্টিনের সামনে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ গিয়াস উদ্দিনকে প্রথমে আটক করা হয়েছে।

“তার দেওয়া তথ্য অনুযায়ী কবিরহাট উপজেলার কালামিয়ার পুল সংলগ্ন তিতাগাজী বাড়িতে অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ১৬ বোতল বিদেশি মদ ও আট ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।”

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।