মেয়ে হওয়ায় বরগুনার জিদনিকে হত্যা করেন বাবা: পুলিশ

পরপর তিন মেয়ের জন্ম হওয়ায় বরগুনার ৪০ দিন বয়সী জিদনিকে তার বাবা হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 11:38 AM
Updated : 19 Jan 2020, 11:43 AM

জেলার আমতলী থানার ওসি আবুল বাশার খান বলেন, জাহাঙ্গীর শিকদার নামে এই বাবা রোববার সকাল ১০টায় আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

জাহাঙ্গীর আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার বাড়ির পেছনে ডোবা থেকে ৪০ দিন বয়সী জিদনির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিদনির মা সীমা বেগম অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ওসি বাশার বলেন, মামলার পর শনিবার সকালে হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য জিদনির বাবা জাহাঙ্গীর শিকদারকে আটক করে পুলিশ।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জাহাঙ্গী স্বীকার করেছেন ছেলেসন্তান না হয়ে পরপর তিন মেয়েসন্তান হওয়ার ক্ষোভে তিনি জিদনিকে হত্যা করেছেন। রোববার তাকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।”

ওই আদালতের বিচারক মো. সাকিব হোসেন জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি বাশার।