হবিগঞ্জে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

হবিগঞ্জের সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আহত এক এসএসসি পরীক্ষার্থীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 11:24 AM
Updated : 19 Jan 2020, 11:25 AM

রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জেরিন আক্তারের মৃত্যু হয়।এ খবর ছড়িয়ে পরার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তার সহপাঠীরা।

নিহত জেরিন আক্তার সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ধল গ্রামের আব্দুল হাই মিয়ার মেয়ে এবং স্থানীয় রিচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, শনিবার সকালে জেরিনসহ তার কয়েকজন সহপাঠী টমটমে করে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্যেশ্যে স্কুলের দিকে রওয়ানা হয়।

পথে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা টমটমটিকে ধাক্কা দেয়। এতে জেরিনসহ আরও তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জেরিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জেরিনের মৃত্যু হয়।”

জেরিনের মৃত্যুর খবর তার স্কুলের সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পেয়ে পুলিশের গিয়ে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়ে বলে জানান ওসি।