ইজতেমায় আরেকজনের মৃত্যু

টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 02:56 PM
Updated : 18 Jan 2020, 02:56 PM

এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় ছয়জনের মৃত্যু হলো। এছাড়া ইজতেমায় আসার পথে দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিলে নোয়াখালীর হাতিয়া উপজেলার আজিমনগরের মফিজুল ইসলামের ছেলে মো. মনির উদ্দিনের (৪০) মৃত্যু হয় হৃদরোগে।

এর আগে শুক্রবার রাতে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

সনজুর জানান, শুক্রবার রাতে মৃত্যু হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুরের জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫) ও গাইবান্ধার সাঘাটার কামালেরপাড়া গ্রামের ভিক্ষু হাজীর ছেলে আব্দুস ছোবহান (৬৫)।

শনিবার বাদ ফজর তাদের মধ্যে দুইজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিনের (৬৬) মৃত্যু হয়।

এছাড়া বুধবার রাতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে দূর্ঘটনায় নরসিংদীর বেলাবো উপজেলার সুরুজ মিয়া (৫৫) এবং গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেনের (৪৫) মৃত্যু হয়।