শাহ চন্দ্রপুরীর উরসে বিপুল ভক্তের সম্মিলন

শীত ও কুয়াশার মধ্যে ফরিদপুরে শাহ চন্দ্রপুরীর উরসে জমায়েত হয়েছেন ভক্তরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 03:32 PM
Updated : 15 Jan 2020, 03:40 PM

বুধবার বাদ ফজর আখেরি মুনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে এই সম্মিলন শেষ হয়েছে।

সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক উরস শরীফ মঙ্গলবার বাদ জোহর শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহ্ফিল, জিকির আসকার শরিয়ত ও তরিকত ওয়াজ নছিয়তের মধ্যে দিয়ে উরস শরীফ শুরু হয়।

দরবারের অফিস প্রধান মাহাবুবুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও দেশ বিদেশের লাখো ভক্তবৃন্দের সম্মিলন হয়েছে।

সোমবার বিকাল থেকেই দেশ-বিদেশের ভক্তরা এখানে জমায়েত হন।

উরস উপলক্ষে পাঁচ শতাধিক দোকানপাট বসেছে, যার মধ্যে ছিল খাবার, পোশাক, খেলনাসহ বিভিন্ন সামগ্রীর দোকান।

আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ দরবারের নিজস্ব নিরাপত্তাকর্মীরা।

এছাড়া ফায়ার সার্ভিস এবং প্রাথমিক চিকিৎসার মেডিকেল ক্যাম্পও ছিল।

সদর থানার ওসি লুৎফর রহমান বলেন, বিপুল জনসমাগম হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দেড়শ পুলিশ নিয়োগ করা হয়েছিল।