‘বিএসএফের ধাওয়ায়’ নদীতে পড়ে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের সীমান্তে ‘বিএসএফের ধাওয়া খেয়ে’ নদীতে পড়ে এক বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে পুলিশ ও বিজিবি।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 03:07 PM
Updated : 15 Jan 2020, 03:07 PM

বুধবার ভোররাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে বলে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ।

নিহত খয়বর হোসেন (৪৮) দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির তেলির ছেলে।

দাঁতভাঙ্গা ইউনিয়নের এক ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, বুধবার ভোররাতে দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ নম্বর আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে ভারতে গরু আনতে যায় ১০/১২ জন বাংলাদেশি।

“সীমান্তের টহলরত বিজিবি দলকে দেখে তারা বিভিন্ন দিকে লুকিয়ে পড়েন; কিন্তু খয়বর হোসেন ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়েন।

“এ সময় ভারতের কুকুরমরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা খয়বর হোসেনকে দেখে ধাওয়া দেয়। খয়বর দৌড়ে গিয়ে সেতুর উপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন।”

কর্নেল আজাদ বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে খয়বরের লাশ উদ্ধার করে বিজিবি। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইমাম বলেন, “আমরা বিজিবির কাছ থেকে মরদেহ পেয়েছি; রৌমারী থানায় আনা হয়েছে।”